লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৭২ পিস বিয়ার ক্যান ও ১৯ বোতল বিদেশী মদসহ মো. সোলায়মান (৩৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১১। সোমবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে পৌর শহরের ২নং ওয়ার্ডস্থ পানির টাংক রোড এলাকার ওই যুবকের ভাড়া বাসায় এ অভিযান চালানো হয়।
আটককৃত সোলায়মান পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ দক্ষিণ বাঞ্চানগর গ্রামের শামছুল ইসলামের ছেলে। তবে রকি নামে তারই ভাগীনা পূর্বের রাতে ৪টি কাটুনে করে এসব মদ বাসায় এনে রেখেছে বলে তার স্ত্রী তামান্নার দাবী।
র্যাব-১১ সূত্রে জানা যায়, পানির টাংক রোডস্থ আবাসিক বাড়িতে ভাড়া বাসায় বিপুল পরিমান মদসহ মাদকদ্রব্য আনা হয়েছে। এমন গোপন সংবাদে ওই বাড়িতে অভিযান চালায় র্যাব। এসময় চার কাটুনে ৭২ পিস বিয়ার ক্যান ও ১৯ বোতল বিদেশী মদসহ সোলেমান নামে এক যুবককে আটক করা হয়।
এ ব্যাপারে র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু সালেহ জানান, এ ঘটনার সাথে জড়িত অপর যুবক রকিকে আটকের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।