গ্যাস লাইনে আগুন লেগেছে রাজধানীর শেওড়াপাড়ার ইকবাল রোডে। এঘটনার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। শুক্রবার (২৬ জুন) ভোর ৪টা ৪৩ মিনিটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শেওড়াপাড়ার ইকবাল রোডে গ্যাসের লাইনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।