রাজধানীর সবুজবাগের একটি পাঁচতলা বাসা থেকে মনসুর রহমান খান (৬৭) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে লাশ উদ্ধারের পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজ উদ্দিন সরকার। জানান, মনসুর রহমান তার ছেলেকে নিয়ে সবুজবাগ প্রথম লেনের একটি বাসার ৫ম তলায় ভাড়া থাকতেন। সেখান থেকে সকালে ৯৯৯ ফোন দিয়ে জানানো হয়, একটি লোক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে খবর পেয়ে ৫ম তলার পূর্ব পাশের একটি কক্ষ ভেঙে মনসুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাকে ফ্যানের সঙ্গে ফিতা দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ।
তিনি আরও জানান, গত ১৯ জুন মনসুর রহমানের স্ত্রী মারা যান। তারপর থেকে ছেলে সালমান খানকে নিয়ে সবুজবাগের বাসায় থাকতেন তিনি। স্ত্রী মারা যাওয়ার পর থেকেই তিনি বিষণ্নতায় ভুগছিলেন বলে জানা গেছে। বিষণ্নতা থেকেই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।