করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন, বেসরকারি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আনোয়ার খান মডার্ন হাসপাতালে শুক্রবার (২৬ জুন) দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মার্কেন্টাইল ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. আবদুল হামিদ সোহাগ এ তথ্য নিশ্চিত করেন। আনোয়ার খান মডার্ন হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. এহতেশামুল হক জানান, করোনায় আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা গেছেন।
জানা গেছে, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের অন্যতম উদ্যোক্তা মোহাম্মদ সেলিম দেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি ট্রেডিং ব্যবসায় বিশেষ দক্ষতা অর্জন করেন। সেলিম সিনথিয়া সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান, গ্লোবাল ইন্স্যুরেন্স এবং মেট্রোপলিটন এডুকেশন প্রোমোর্টার্স লিমিটেডের পরিচালক। এছাড়া তিনি বস্ত্র ব্যবসায় সম্পৃক্ত ছিলেন।
ব্যবসা-বাণিজ্যের বাইরেও সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা ছিল তার। সেলিম শরীয়তপুর জনকল্যাণ সমিতি ও বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির আজীবন সদস্য, শরীয়তপুর শিক্ষা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মেম্বার, আব্দুর রাজ্জাক এবং মোহাম্মদ সেলিম ট্রাস্টি ফাউন্ডেশনের চেয়ারম্যান।
উল্লেখ্য, শুক্রবার ভোর ৫টার দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের বগুড়া শাখার কর্মকর্তা এ কে এম শাহজাহান আলী (৫৫) মারা গেছেন। ব্যাংকগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, এখন পর্যন্ত ব্যাংকার আক্রান্তের সংখ্যা পাঁচ শতাধিক ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২৪ জনের।