ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শেষে বেরিয়ে যাওয়ার সময় তার গাড়ি দুর্ঘটনার শিকার হয়। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার বেলা আড়াইটায় প্রধানমন্ত্রীর গাড়ি বহরের দিকে এক প্রতিবাদকারী ছুটে আসলে এর চালক গাড়িটি হঠাৎ ব্রেক করতে বাধ্য হন। এতে প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে নিরাপত্তায় নিয়োজিত কর্মীদের গাড়িটি প্রধানমন্ত্রীর গাড়িকে ধাক্কা দেয়। এতে প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ১০ নম্বর ডাউনিং স্টিট জানিয়েছে, প্রধানমন্ত্রী বরিস জনসন দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন এবং তিনি অক্ষত আছেন। পুলিশ জানিয়েছে, তারা বিক্ষোভকারীকে আটক করেছে।সূত্র: বাংলাদেশ প্রতিদিন
ব্রিটিশ প্রধানমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায়
MD. Nayem২০২০-০৬-১৯T১৩:০৩:২৫+০৬:০০
আপনার মতামত লিখুন :
Array