গাইবান্ধার পলাশবাড়ী সড়কে বাসচাপায় মুছা মিয়া (২৫), আকাশ অহম্মেদ (২৬) নামে দুই মোটারসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সাগর (২৭) নামের এক যুবক গুরতর আহত হয়েছেন।
শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় গাইবান্ধা থেকে পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ডাকঘর (বটতলা) নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বকশিগঞ্জ গ্রামে।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল আরোহী তিন যুবক বকশিগঞ্জ থেকে পলাশবাড়ী-গাইবান্ধা মহাসড়ক দিয়ে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন। তারা ডাকঘর এলাকায় পৌঁছালে যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। আহত অপর যুবককে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাসুদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।