কক্সবাজারের টেকনাফে ইয়াবা কিনতে এসে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের তিন সদস্য।
শুক্রবার ভোরে টেকনাফ সদর ইউপির মৌলভীপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর এলাকার হাকিম আলীর ছেলে মো. ফারুক ও আজাদুল হক। তারা দুইজনই মাদক ব্যবসায় জড়িত ছিলেন বলে দাবি পুলিশের।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, ইয়াবা কেনাবেচার খবরে টেকনাফ সদর ইউপির মৌলভীপাড়ায় অভিযানে যায় পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিহতদের পরিচয় যাওয়া যায়।
ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা, দুইটি এলজি, ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। নিহতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী।