ভার্চুয়াল কোর্টে মামলা পরিচালনা করায় ১৭ আইনজীবীর সদস্যপদ স্থগিত করে গাইবান্ধা জেলা আইনজীবী সমিতির দেয়া নোটিশ স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ভার্চুয়াল কোর্টে কোনো আইনজীবী সদস্য ভবিষ্যতে মামলা পরিচালনা করতে গেলে তাদের বাধা দেয়া থেকে বিরত থাকতে গাইবান্ধা জেলা আইনজীবী সমিতিকে নির্দেশ দেয়া হয়েছে।
১৭ আইনজীবীর পক্ষে গাইবান্ধার জেলা আইনজীবী সমিতির গত ২ জুনের সিদ্ধান্ত ও নোটিশ অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম আদালতের দৃষ্টি আকর্ষণ করলে রোববার (৭জুন) বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এ আদেশের ফলে ওই আইনজীবীরা ভার্চুয়াল কোর্টে পেশা পরিচালনা করতে পারবেন বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম।
এর আগে গত ২ জুন ভার্চুয়াল কোর্টে মামলা পরিচালনা করায় ১৫ আইনজীবীর সদস্যপদ স্থগিত করে গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশন। একইসঙ্গে তাদের সদস্যপদ কেনো বাতিল করা হবে না এই মর্মে কারণ দর্শাতে বলা হয়। এরপর গাইবান্ধা জেলা আইনজীবী সমিতির সিদ্ধান্তের বিরুদ্ধে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের সরণাপন্ন হন ওইসব আইনজীবী।
ওই ১৭ আইনজীবী হলেন, পীযূষ কান্তি পাল, এস এম মাজহারুল ইসলাম সোহেল, মো. শাহনেওয়াজ খান, মো. নওশাদুজ্জামান, মো. সরওয়ার হোসেন বাবুল, মো. মঞ্জুর মোর্শেদ বাবু, মো. রেজওয়ানুল হক মণ্ডল, মো. আশরাফ আলী, বেগম বদরুন্নাহার, নিরঞ্জন কুমার ঘোষ, মো. আব্দুস সালাম, জি এম মুরাদ হাসান, মো. মোস্তাফিজুর রহমান, মো. মুরাদজ্জামান রব্বানী, মো. আব্দুর রশীদ, খন্দকার মঞ্জুরুল করিম সোহেল ও মো. জাহাঙ্গীর আলম সরকার জিন্নাহ।