রাজশাহীর চারঘাট উপজেলায় এক করোনা আক্রান্ত ব্যক্তির দ্বিতীয়বার নমুনা পরীক্ষা না করেই করোনামুক্ত ঘোষণা করা হয়েছিল। তাকে বাড়ির বাইরে যাওয়ারও অনুমতি দেওয়া হয়। কিন্তু করোনা মুক্তির ঠিক পরদিনই গতকাল সকালে ওই ব্যক্তি মারা গেছেন।
মৃত ব্যক্তির নাম মনসুর রহমান (৩০)। চারঘাটের ঝিকড়া গ্রামে তার বাড়ি। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়িচালক ছিলেন তিনি। গত মে মাসে তিনি ঈদের ছুটিতে বাড়ি আসেন। মৃত মনসুর রহমানকে ২১ জুন স্থানীয় স্বাস্থ্য বিভাগ থেকে করোনামুক্ত ঘোষণা করা হয়। অথচ দ্বিতীয়বার তার নমুনা পরীক্ষা করা হয়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সামিরা বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা আছে কারও শরীরে যদি করোনার উপসর্গ না থাকে, তবে একটা নির্দিষ্ট সময় পর তাকে করোনামুক্ত বলা যাবে। সে অনুযায়ী চিকিৎসকরা মনসুরকে বলেছিলেন, চাইলে তিনি এখন বাড়ি থেকে বের হতে পারবেন। তবে তার বাড়ির লকডাউন তুলে নেওয়া হয়নি। এটা করা হলে নিশ্চয় আমি জানতাম।’ তবে দ্বিতীয়বার নমুনা পরীক্ষা হয়নি বলে নিশ্চিত করেছেন ইউএনও। এর আগে গত ৬ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষায় মনসুরের করোনা শনাক্ত হয়। তিনি যে প্রতিষ্ঠানের গাড়িচালক ছিলেন সেখান থেকে বলা হয়, সেখানে যেতে হলে করোনা নেগেটিভ সনদ নিয়ে আসতে হবে। এরপর তিনি পরীক্ষার জন্য নমুনা দেন। এতেই তার করোনা পজিটিভ আসে। তবে তার কোনো করোনা উপসর্গ ছিল না। চারঘাটের ইউএনও সৈয়দা সামিরা বলেন, মনসুর রহমান হৃদরোগে ভুগতেন। সে কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যেহেতু তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল; তাই স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফন করতে বলা হয়েছে।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন