পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের সবচেয়ে প্রাচীনতম পান্ডুলিপি ব্রিটেনের বার্মিংহামে ২০১৫ সালে খুঁজে পাওয়া যায় । রেডিওকার্বন পরীক্ষায় জানা যায়, এটি ১৩৭০ বছরের পুরনো।
যে সময় মহানবী হজরত মুহাম্মদ (স.) বেঁচে ছিলেন। এটি নিয়ে তখন বেশ শোরগোল হয়েছিল। একই বছর পান্ডুলিপিটি জনসাধারণের জন্য প্রদর্শনীর আয়োজন করা হয়। বর্তমানে পবিত্র কোরআনের ওই পান্ডুলিপিটি বার্মিংহাম ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে রয়েছে।
বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের কাডবারি রিচার্স লাইব্রেরিতে পাওয়া পান্ডুলিপিটির রেডিওকার্বন পরীক্ষায় দেখা যায়, ৫৬৮ সাল থেকে ৬৪৫ সালের মধ্যে হিজাজি নামে পরিচিত আরবি স্ক্রিপ্টে এটি লেখা হয়েছিল। এতে কোরআনের কয়েকটি সুরা রয়েছে। বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে প্রায় এক শতাব্দী পান্ডুলিপিটি সবার অগোচরে ছিল। মধ্যপ্রাচ্যভিত্তিক নানা বই ও অন্যান্য দলিলের মধ্য থেকে এটি খুঁজে পাওয়া যায়। বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের ক্রিশ্চিয়ানিটি ও ইসলামের অধ্যাপক ডেভিড টমাস বলেছেন, কোরআনের কিছু কিছু অংশ পার্চমেন্ট, পাথর, খেজুরগাছের পাতায় লেখা হয়েছিল।