দ্রুত বৃদ্ধি পাচ্ছে ব্রহ্মপুত্র নদের পানি। যদিও কুড়িগ্রামে ধরলা নদীর পানি কিছুটা কমেছে ।নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, দ্বিতীয় দফা বন্যায় আগের তুলনায় অধিক পানি বৃদ্ধি পাওয়ায় ।সড়ক ও জনপদ অধিদপ্তর জানিয়েছে, মহাসড়কসহ উপজেলা কেন্দ্রিক ৫টি জায়গায় সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে ।

দ্বিতীয় দফা বন্যায় জেলার ৬০ ইউনিয়নের ৫২৫টি গ্রাম প্লাবিত হয়ে ৩ লাখ মানুষ পানিবন্দি হয়ে পরেছে। নতুন করে তলিয়ে গেছে সদর উপজেলার ভোগডাঙ্গা, ঘোগাদহ ও পাঁচগাছী ইউনিয়নের কয়েকটি গ্রাম।

সড়ক ও জনপদ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আলী নুরায়েন জানান, জেলার ৫টি গুরুত্বপূর্ণ সড়কের উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। এরমধ্যে কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়ক, রৌমারী-তুরা সড়ক, সোনাহাট-মাদারগঞ্জ সড়ক, ভুরুঙ্গামারী-সোনাহাট সড়ক ও ভিতরবন্দ- মন্নেয়ারপাড় সড়কের কিছু অংশ পানিতে নিমজ্জিত হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত এলাকায় বালির বস্তা ও জিও ব্যাগ দিয়ে ক্ষতি কমানোর চেষ্টা করছি।