দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে নিহত হয়েছেন বান্দরবানের সদর উপজেলায় জেএসএস সংস্কার এর ৬ সদস্য। এ ঘটনায় আরো অন্তত তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে গুলিবিদ্ধদের।উপজেলার বাগমারা এলাকায় মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে হাতহতদের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (৭জুলাই) ভোরে পার্বত্য জনসংহতি সমিতি (জেএসএস) এর মূল ও সংস্কার দুই গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের হয়। এঘটনায় জেএসএস-এর সংস্কার গ্রুপের ৬ জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরো ৩ জন। তবে হতাহতদের নাম এখনো জানা যায়নি।
বান্দরবান সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হাতহতদের নাম পরিচয় জানা যায়নি। পরে বিস্তারিত তথ্য জানানো হবে।