পদ্মা নদীতে অস্বাভাবিক হারে পানি বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে তীব্র স্রোত। আর একারণে মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।
লৌহজং টার্নিং চ্যানেলের পরিবর্তে নতুন চ্যানেল দিয়ে এখন ফেরি চলাচল করছে। এতে পদ্মা পারাপারে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ সময় ব্যয় হওয়ায় কাঁঠালবাড়ী ঘাটে আটকে পড়েছে প্রায় পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা- বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ী ঘাটসূত্র এ তথ্য জানায়।
বেশকিছু দিন ধরেই পদ্মায় পানি বাড়ছে। বর্তমানে এ নৌরুটে রো-রোসহ ১২টি ফেরি চলাচল করছে।