শিউলি ফুলের মালা
তাহিরা আক্তার
শিউলি ফুলের মালা খানি,
গেঁথেছিলাম আমি তোমার লাগি।
ভেবে দেখেছো কি একটুখানি?
কি ভালোবাসায় গেঁথেছিলাম এই মালাখানি।
তোমার আসার কথা ছিল সেবার,
অথচ কোনো দেখা মিললো না তোমার।
রাখলে না তুমি কথা দিয়ে কথা!
সে ভেবে বাড়ছে বুকের জমা বুকের ব্যাথা।
শুকিয়ে যাচ্ছে আমার শিউলি ফুলের মালা খানি,
তারই সাথে ভীষণভাবে কমছে আমার আয়ু খানি।