শ্যামলা মেয়ে
তাহিরা
শ্যামলা মেয়ে হওয়াতে আমার কোনো অভিযোগ নাই।
তবে প্রশ্ন আছে কিছু
প্রশ্ন হলো,
কবিরা কেনো শ্যামলা মেয়েকে মায়াবী চোখে দেখলো?
প্রশ্ন হলো,
মেকি মানুষেরা কেনো আমায় নিয়ে আকাশ ছুঁতে চাইলো?
প্রশ্ন হলো,
মাঝে মাঝে কেনো আমাকে সুন্দর লাগল?
আমি তো শ্যামলা,
আমার আকাশ হওয়া উচিৎ মেঘলা।
আমি তো শ্যামলা
আমার একা হাটলেও হওয়া উচিৎ না ঝামেলা।
আমি তো শ্যামলা,
বাবা-মা বলবে কষ্ট হলেও নিজেকে সামলা।
আমি তো শ্যামলা,
ভেবো না ওরা করবে না ঘরে হামলা।
আমি তো শ্যামলা,
আমার বর হওয়া উচিৎ কামলা।
আমি তো শ্যামলা,
ভালোবাসলে হওয়া উচিৎ আমার মামলা।