চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশ ছাড়লেন ১৪০ প্রবাসী। তারা সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও মিশরের রাজধানী কায়রো গেছেন বলে জানা গেছে।
শুক্রবার সকাল ১০টা ২৮ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট দুবাইয়ের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফ্লাইটি প্রথমে দুবাই যাবে, সেখান থেকে অবশিষ্ট যাত্রী নিয়ে একই ফ্লাইটে মিশরের রাজধানী কায়রো পৌঁছাবে।