চাঁদপুরে নতুন করে ৪৪ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ১৮ জন, ফরিদগঞ্জে ৭ জন, হাইমচরে ৭, শাহরাস্তিতে ৬ জন, মতলব উত্তরে ৫ জন ও কচুয়ায় একজন। সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ জানান, শুক্রবার মোট ১৯৯টি রিপোর্ট আসে। এর মধ্যে ৪৪টি করোনা পজিটিভ। বাকিগুলো নেগেটিভ।
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭১৩ জন। মৃতের সংখ্যা মোট ৫০ জন।
চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৭১৩ জনের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ২৮৭ জন, শাহরাস্তিতে ৯৩ জন, মতলব দক্ষিণে ৭৪ জন, ফরিদগঞ্জে ৭২ জন, হাজীগঞ্জে ৬৮ জন, হাইমচরে ৪৭ জন, মতলব উত্তরে ৪১ জন ও কচুয়ায় ৩১ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০৮ জন।
চাঁদপুর জেলায় মোট ৫০ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে হাজীগঞ্জ উপজেলায় ১৪ জন, চাঁদপুর সদরে ১৩ জন, ফরিদগঞ্জে ৬ জন, মতলব উত্তরে ৬ জন, কচুয়ায় ৫ জন, শাহরাস্তিতে ৪ জন ও মতলব দক্ষিণে ২ জন।