ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান বলেছেন, শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের বিকল্প নেই। অনলাইন বা টেলিভিশনে বিভিন্ন শ্রেণির ক্লাস নেওয়া হলেও সেসব ক্লাস নানা কারণে সেভাবে ফলপ্রসূ হচ্ছে না। তাই পরিস্থিতি স্বাভাবিক হলে একাডেমিক সেশনের মেয়াদ বাড়ানো যেতে পারে। কারণ, কারিকুলাম অসম্পূর্ণ রেখে শিক্ষার্থীদের পরের ক্লাসে উত্তীর্ণ দেখানো যাবে না। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ শিক্ষাবিদ আরও বলেন, কারিকুলাম অসম্পূর্ণ রেখে পরের ক্লাসে উত্তীর্ণ করা হলে শিক্ষার্থীরাই সমস্যায় পড়বে। একাডেমিক নানা বিষয় তারা বুঝতে পারবে না। তিনি বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে প্রতিষ্ঠান বন্ধ থাকায় সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে কিছু শ্রেণির ক্লাস নেওয়া হচ্ছে। কিন্তু অনেক ছাত্র-ছাত্রী এই ক্লাস সম্পর্কে জানতে পারছে না। এজন্য অন্য সব টেলিভিশনে ক্লাস হওয়ার খবরটি প্রচার করতে হবে। সম্ভব হলে অন্য কয়েকটি চ্যানেলেও দেখানো যেতে পারে। ছিদ্দিকুর রহমান বলেন, করোনাভাইরাসের কারণে ছাত্র-ছাত্রীদের বড় একটি সময় নষ্ট হয়ে যাচ্ছে। তাই অভিভাবকদের মধ্যে যারা শিক্ষিত রয়েছেন তারা সন্তানকে বাড়িতেই এ সময়ে পড়াবেন। তাদের একাডেমিক পাঠ দেওয়ার পাশাপাশি আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখতে অনুরোধ জানান অভিভাবকদের। সূত্র: বাংলাদেশ প্রতিদিন
কারিকুলাম অসম্পূর্ণ রেখে পরের ক্লাসে উত্তীর্ণ দেখানো যাবে না
MD. Nayem২০২০-০৬-২৩T০১:৩৪:৩০+০৬:০০
আপনার মতামত লিখুন :