জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে করোনায় আক্রান্ত হওয়া ৫ হাজার ৪৩৫ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে উঠেছেন। এরমধ্যে অনেকেই কর্মস্থলে যোগদান করেছেন। তাদের মধ্যে কয়েকজন বাড়ি ফিরেছেন। গতকাল পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
অন্যান্য সংস্থার মধ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ফায়ার সার্ভিসের ১০১ জন এবং কারাগারের ৭৮ জন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তাসহ মোট ৫৭৮ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩১৮ জন। মারা গেছেন ৩ জন। পুলিশ সদর দফতর থেকে বলা হয়, এপর্যন্ত পুলিশের ৩৩ জন গর্বিত সদস্য করোনাযুদ্ধে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে জীবন উৎসর্গ করেছেন। তাদের মৃত্যুতে সহকর্মী হারানোর শোককে শক্তিতে পরিণত করে দেশ সেবার দৃপ্ত শপথ বুকে ধারণ করে কাজ করে যাচ্ছে পুলিশ। গতকাল পর্যন্ত পুলিশে মোট আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১১৭ জন। শুধু ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আক্রান্ত হয়েছেন ২ হাজার ১২০ জন। এদিকে ফায়ার সার্ভিসের ১৫ কর্মকর্তাসহ মোট ১৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১০১ জন। সংস্থাটির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আক্রান্তদের মধ্যে ৭ জনকে হোম কোয়ারেন্টাইনে এবং ৬৮ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কারা সূত্র জানায়, কারাগারে মোট ১২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়ে কাজে ফিরেছেন ৭৮ জন। এখন আইসোলেশনে আছে মোট ৩৭ জন।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন