গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৬২১ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ৯৪৬ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৬ হাজার ৬০৬ জনে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
দেশে এ পর্যন্ত একদিনে (২৪ ঘণ্টায়) সর্বোচ্চ ৫৩ জনের মৃত্যুর তথ্য জানানো হয় ১৬ জুন। আর সর্বোচ্চ চার হাজার আট জনের শনাক্তের তথ্য জানানো হয় ১৭ জুন বুলেটিনে।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার কথা জানানো হয় এবং প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। বর্তমানে দেশে এক লাখ ২৬ হাজার ৬০৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬৬টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে।