বিশ্বে মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ লাখ ৯৯ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা এ পর্যন্ত ৫ লাখ ৯৯ হাজার ৩৩৯ জন। আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪১ লাখ ৮৯ হাজার ১৮ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৮৪ লাখ ৫৫ হাজার ১৬৫ জন।
চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ৩৭ লাখ ৭০ হাজার ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৪২ হাজার ৬৪ জনের।
আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৪৮ হাজার ৬৯৭ জন। এর মধ্যে ৭৭ হাজার ৯৩২ জনের মৃত্যু হয়েছে।
এদিকে দক্ষিণ এশিয়ার দেশ ভারতে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশটিতে এ পর্যন্ত ১০ লাখ ৪০ হাজার ৪৫৭ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২৬ হাজার ২৮৫ জনের মৃত্যু হয়েছে।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি এই ভাইরাসে বিপর্যস্ত বিশ্ব। এখন পর্যন্ত চীনে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৬৪৪ জন। এর মধ্যে চার হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ২ হাজার ৫৪৭ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৪ জন। এ নিয়ে করোনায় দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ৩৫৭ জন।