করোনাভাইরাস গত ২৪ ঘণ্টায় আবারো ৬ হাজারের বেশি প্রাণ কেড়ে নিলো । নতুন সংক্রমণ হয়েছে সোয়া দু’লাখের বেশি। এ পর্যন্ত ১ কোটি ৩৭ লাখ মানুষ সংক্রমিত হয়েছে এবং ৫ লাখ ৮৭ হাজারের মতো মানুষ মৃত্যু বরণ করেছে করোনাভাইরাসে।
যুক্তরাষ্ট্রে সাড়ে ৯শ’ প্রাণহানির পর, মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৪০ হাজার ছাড়িয়েছে। রেকর্ড ৭০ হাজারের বেশি নতুন সংক্রমণ শনাক্তে, দেশটিতে মোট আক্রান্ত ৩৭ লাখের বেশি মানুষ।
দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। বুধবার প্রায় ১৩শ’ প্রাণহানির পর, বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে মৃতের সংখ্যা ছাড়িয়েছে পৌনে এক লাখ। আক্রান্ত সাড়ে পৌনে ২০ লাখ।
মেক্সিকোতে প্রাণহানি ছাড়িয়েছে ৩৭ হাজার। আক্রান্ত ৩ লাখ ১৮ হাজার মানুষ। এদিন রেকর্ড ৬১৪ মৃত্যু দেখেছে ভারত। নতুন সংক্রমণ শনাক্তও হয়েছে রেকর্ড ৩৩ হাজার। দেশটিতে মোট মৃত্যু ২৫ হাজার ছুঁইছুঁই, আক্রান্ত পৌনে ১০ লাখ মানুষ।