করোনাভাইরাস সংক্রান্ত সব বিধিনিষেধ তুলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এখন থেকে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মেনে চলার মতো বাধ্যবাধকতা থাকছে না। স্থানীয় সময় রোববার (৬ নভেম্বর) সংবাদমাধ্যম খালিজ টাইমস এবং দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে সরকারের এ ঘোষণার পর সোমবার (৭ নভেম্বর) থেকেই নতুন নিয়ম আরব আমিরাতে কার্যকর হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে-সংযুক্ত আরব আমিরাত সরকার ঘোষণা করছে যে, মসজিদ, উন্মুক্ত জায়গা, উপাসনালয় এবং আবদ্ধ স্থানগুলোতে এখন থেকে ফেসমাস্ক পরা ঐচ্ছিক। সংবাদমাধ্যমগুলো বলছে, করোনার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর সরকারি স্থাপনা এবং অফিসে প্রবেশের জন্য গ্রিন পাসের প্রয়োজন হচ্ছে না।
উল্লেখ্য, বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র সংযুক্ত আরব আমিরাত। ২০২০ সালে করোনা শুরুর পর দেশটিতে নানা বিধিনিষেধ জারি করা হয়। আড়াই বছরেরও বেশি সময় পর বিধিনিষেধ পুরোটাই তুলে নেওয়া হলো।