
ছবি: পার্সটুডে।
ইসলামি প্রজাতন্ত্র ইরান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক বলেছেন, তেহরানের বিরুদ্ধে আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা নীতি অব্যাহত থাকবে। শুক্রবার (৫জুন) তিনি এ মন্তব্য করেন। খবর পার্সটুডে।
ব্রায়ান হুক বলেন, পরমাণু কর্মসূচিসহ আরো কিছু ইস্যুতে ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার জন্য আমেরিকা এই নিষেধাজ্ঞার নীতি অব্যাহত রাখবে।
তিনি বলেন, “আমরা ইরানের বিরুদ্ধে প্রচলিত কোনো নিয়ম নীতি অনুসরণ করব না।” হুক আরো বলেন, আমেরিকা দেখতে চায় ইরান আলোচনার টেবিলে ফিরে এসেছে।
আমেরিকা গত তিন বছরের বেশি সময় ধরে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি অনুসরণ করে আসছে। তার অংশ হিসেবে এসব কথা বললেন ব্রায়ান হুক। রিপাবলিকান দলের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে আমেরিকার কঠোর চাপের নীতি অনুসরণ করছে।