নব্য জেএমবি’র (জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ) নারী শাখার সদস্য আয়েশা জান্নাত মোহনা ওরফে জান্নাতুত তাসনিম ওরফে প্রজ্ঞা দেবনাথের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা মহানগর হাকিম আদালত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে বৃহস্পতিবার রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম। পরে মতিঝিল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়।
আদালতের সূত্র মতে, ঢাকা মহানগর হাকিম আদালতে তাকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেফতারের সময় জান্নাত মোহনার কাছ থেকে ১টি ভারতীয় পাসপোর্ট, ১টি বাংলাদেশের জন্ম নিবন্ধন সার্টিফিকেট, ১টি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।