আন্তর্জাতিক ডেস্ক: হত্যা করা হয়েছে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির আরো এক দেহরক্ষীকে । এ নিয়ে প্রেসিডেন্টের বিশেষ গার্ড বাহিনীর তিন জন সদস্য গত তিন মাসে নিহত হলেন। পার্সটুডে।
মধ্যাঞ্চলীয় বামিয়ান প্রদেশের গভর্নরের মুখপাত্র লতিফ আজিমি বৃহস্পতিবার (৯জুলাই) বলেছেন, গতকাল বামিয়ানের একটি নদী থেকে প্রেসিডেন্টের বিশেষ দেহরক্ষী আজিজ আহমাদ আলামইয়ারের মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রায় তিন মাসে প্রেসিডেন্টের গার্ড বাহিনীর অপর দুই সদস্য সাইয়্যেদ আতাউল্লাহ ও কিয়াম মাকসুদি অজ্ঞাত ব্যক্তিদের হামলায় নিহত হন।
এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এসব হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। সম্প্রতি আফগানিস্তানে অজ্ঞাত ব্যক্তিদের হামলায় বিশেষ ব্যক্তিত্বদের নিহত হওয়ার ঘটনা বেড়েছে।
আফগানিস্তানে বছরের পর বছর ধরে মার্কিন সেনা মোতায়েন থাকলেও এখন পর্যন্ত নিরাপত্তা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বরং অবনতি হয়েছে।