২ দিনে আর্মেনিয়ার ২ জঙ্গিবিমান ধ্বংসের দাবি আজারবাইজানের
আন্তর্জাতিক ডেস্ক: আর্মেনিয়ার আরও একটি জঙ্গিবিমান ভূপাতিত করেছে আজারবাইজান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে,গতকাল (রোববার) আজেরি ভূখণ্ডে হামলার প্রাক্কালে গুলি করে এসইউ-২৫ জঙ্গিবিমানটি ভূপাতিত করা হয়। পার্সটুডে। আগের দিন শনিবারও আর্মেনিয়ার এসইউ-২৫ জঙ্গিবিমান গুলি করে ভূপাতিত করার কথা জানায় আজারবাইজান। সর্বশেষ জঙ্গিবিমান ভূপাতিত করা প্রসঙ্গে আজেরি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়,স্থানীয় সময় রোববার দুপুরে আর্মেনীয় বিমানটি জাবরাঈল এলাকায় ...বিস্তারিত
