অমিতাভ আমার খাবার চুরি করেন: দীপিকা
বলিউডের জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোন অভিনেতা অমিতাভ বচ্চনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। ভারতের এক ঝাঁক সাংবাদিকের সামনেই অভিযোগ করেছেন দীপিকা। এ সময় অমিতাভ বচ্চন দীপিকার পাশেই বসে ছিলেন। অমিতাভকে দেখিয়ে দীপিকা বলেন, ‘উনি আমার খাবার চুরি করেন!’ পাল্টা জবাবে অমিতাভ বলেন, ‘আমি দিনে ৩ বার খাই। দীপিকা খান ৩ মিনিট অন্তর! তার থেকেও বড় রহস্য, এত খাবার যায় কোথায়?’ এমন উত্তরে বেশ ...বিস্তারিত