এবার ধূমকেতু দেখার পর আবার প্রায় ৭ হাজার বছর পর দেখা যাবে
পৃথিবীর আকাশে আগামী বুধবার (১৫জুলাই) দেখা মিলবে ধূমকেতুর। এ বছরের মার্চ মাসে সি/২০২০ এফথ্রি বা নিওওয়াস নামে এই ধূমকেতুটি আবিষ্কার হয়েছে । আর এ বছর দেখার পর আবার দেখা যাবে ৬ হাজার ৮০০ বছর পরে। এর আগে গত মে মাসে ‘সোয়ান’ নামে এক ধূমকেতু দেখা দিয়ে গিয়েছিল পৃথিবীর আকাশে। বর্তমানে সূর্যের সঙ্গে দিগন্তরেখা বরাবর প্রায় সরলরেখায় অবস্থান করছে ধূমকেতুটি। ১৫ জুলাইয়ের ...বিস্তারিত
