বলিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা মনীষা কৈরালা। তিনি বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছেন। তারা একসঙ্গে অভিনয় করেছিলেন ‘দিল সে’ সিনেমায়। সিনেমাটি ১৯৯৮ সালে মুক্তি পায়।

একসঙ্গে অভিনয় করার সুবাদেই শাহরুখের সঙ্গে বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছিল মনীষার। ক্যারিয়ারের প্রথম দিকে মনীষাকে সবদিক থেকে শাহরুখ কীভাবে সাহায্য করতেন, এই কথাই সম্প্রতি বললেন অভিনেত্রী।

পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে পুরোনো দিনের কথা স্মৃতি রোমন্থন করলেন মনীষা কৈরালা। তিনি বলেন, ‘শাহরুখ প্রথমদিন থেকেই আমার ভীষণ ভালো বন্ধু। আমার মনে আছে, তখন শাহরুখ থাকত মাউন্ট মেরি অ্যাপার্টমেন্টে। আমরা সকলে শাহরুখের ফ্ল্যাটে যেতাম এবং গল্পগুজব করতাম। আমি শাহরুখের দুই বছর আগে মুম্বাই এসেছিলাম, কিন্তু প্রথমদিন থেকেই আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘মুম্বাইয়ে ফ্ল্যাট কেনার পরামর্শ আমাকে শাহরুখই দিয়েছিল। ও বলত, যেহেতু আমরা মুম্বাইয়ের বাইরে থেকে এসেছি, তাই মুম্বাইতে একটি ফ্ল্যাট থাকলে তবেই আমাদের জোর থাকবে। কাজের ক্ষেত্রেও সমস্যা হবে না। রীতিমতো এই শহরে ফ্ল্যাট কিনতে বাধ্য করেন।’

প্রসঙ্গত, শুধু মনীষা কৈরালাকে নয়, নিজের প্রত্যেক বন্ধুকেই এভাবে প্রতিটি পদক্ষেপে সাহায্য করেছেন শাহরুখ খান। তিনি সবাইকে বুঝিয়েছেন, স্বপ্ন কীভাবে দেখতে হয়। শাহরুখের এই দৃষ্টিভঙ্গির কারণেই বিশ্বজুড়ে এতটা জনপ্রিয় তিনি।