চট্টগ্রামের আনোয়ারায় সড়কের নাম রাজাকার আবদুল গণি চৌধুরীর স্থলে শহীদ বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলীর নামফলক স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ থেকে এ সংক্রান্ত আদেশ আসার পর উপজেলা প্রশাসন রাজাকারের নাম সরিয়ে ফেলেন।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের হোসেন বলেন, মহামান্য হাইকোর্ট রাজাকারের নামফলক অপসারণে নির্দেশনা দিয়েছে। সেজন্য সড়ক থেকে রাজাকারের নামফলক সরানো হয়েছে।