যুবদলের দুই নেতার অভ্যন্তরীণ কোন্দলের জেরে বরিশালে বিএনপি দলীয় কার্যালয়ের আসবাবপত্র ভাংচুর করা হয়েছে এবং হামলা ও হাতাহাতির ফলে এসময় যুবদলের ৪ জন আহত হয়েছেন।

গতকাল (শুক্রবার) রাত ১০টার দিকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কস্থ বরিশাল জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে এই ঘটনা ঘটে। এছাড়াও গতকাল সকালের দিকে সভা চলাকালীন মঞ্চে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে কথা কাটাকাটি হয়েছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, আসন্ন কমিটি নিয়ে আয়োজিত কর্মীসভা শেষে রাতে মতবিনিময় সভা চলছিল জেলা ও মহানগর যুবদলের। রাত ৯টার দিকে সভা চলাকালীন কথা কাটাকাটি শুরু হয় মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন এবং যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম জাহানের মধ্যে।

এরপর সভার মধ্যেই মাসুদ হাসানের অনুসারী হিসেবে পরিচিত মহানগর যুবদলের প্রচার সম্পাদক বশির, ঝুনু, রাহাতসহ আরও কয়েকজন হট্টগোল শুরু করে। তারা সেখানে থাকা মাজহারুল ইসলামের দিকে চেয়ার ছুড়ে মারলে সে আহত হন। পরবর্তীতে মাজহারুলের অনুসারীরা মাসুদ হাসান মামুনের অনুসারীদের উপর চড়াও হলে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয় এবং কার্যালয়ের চেয়ার ভাঙচুর করা হয়।

এসময় ঘটনাস্থলে পুলিশ ও সাংবাদিকেরা উপস্থিত হলে দুই গ্রুপের অনুসারীরা দ্রুত কার্যালয় চত্বর ত্যাগ করেন।