পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পেহেলগামে সন্ত্রাসী হামলা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতি নিয়ে বড় খবর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, তার মধ্যস্ততায় পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান।

এরপরই বিষয়টি পাকিস্তানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে, একই সঙ্গে ভবিষ্যতের যেকোনো ভারতীয় আগ্রাসনের ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে রেখেছে দেশটি।

শনিবার (১০ মে) সন্ধ্যায় দেশটি উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, কয়েক দিন ধরে ব্যাপক উত্তেজনার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও ভারত।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন সমর্থনে যুদ্ধবিরতি ঘোষণার কিছুক্ষণ পর ইসহাক দারও বলেছেন, আজ বিকেল সাড়ে ৪টা থেকে যুদ্ধ বন্ধ করতে সম্মত হয়েছে উভয়পক্ষ।

তবে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, সর্বদা যুদ্ধবিরতির জন্য উন্মুক্তই ছিল পাকিস্তান। কিন্তু, ভারত ভবিষ্যতে যেকোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করলে কঠোর জবাব দেওয়া হবে।

এর আগে, নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, দীর্ঘ এক রাত দুপক্ষের সঙ্গে আলাপ-আলোচনার পর আমি খুব উৎফুল্লতার সঙ্গে ঘোষণা করছি যে, ভারত ও পাকিস্তান পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।