বর্তমান সময়ের সেরা দুজন ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ভক্তরা সারাবছরই মেসি-রোনালদোর মাঝে কে সেরা এই নিয়ে দ্বন্দ্বে মেতে থাকেন। তর্কের সময় পরিসংখ্যানের নানা তথ্য-উপাত্ত নিয়েই লড়াইটা বেশি হয়। এমনই এক পরিসংখ্যানে দেখা গেছে, রোনালদোর একটি রেকর্ড কখনোই ভাঙতে পারবেন না মেসি।

মেসি ও রোনালদোকে সেরা প্রমাণের লড়াইয়ে দুজনের গোল সংখ্যা, এসিস্ট, ব্যালন ডি’অর প্রাপ্তি, বর্ষসেরা খেতাব এসব নিয়েই কথার লড়াই করেন ভক্তরা। তবে একটি রেকর্ডের দিক দিয়ে কখনোই পর্তুগীজ অধিনায়ককে পেছনে ফেলতে পারবেন না আর্জেন্টিনার অধিনায়ক। সেটি হল, রোনালদোই ইতিহাসের একমাত্র ফুটবলার যিনি তিন দেশের তিনটি লিগে কমপক্ষে ৫০টি করে গোল করার রেকর্ড গড়েছেন।

গত সোমবার রাতে লাৎসিওর বিপক্ষে ম্যাচে জোড়া গোল করে অসাধারণ এই রেকর্ডে নাম লেখান রোনালদো। এই দুই গোলের সঙ্গে ইতালিয়ান সিরি আ’র ইতিহাসে দ্রুততম ফিফটির রেকর্ডও গড়েছেন সিআর সেভেন।

পরিসংখ্যান ঘেঁটে দেখা যাচ্ছে, ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ম্যানইউর হয়ে ১৯৬ ম্যাচ খেলে ৮৪টি গোল করেছেন রোনালদো। এরপর স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে ৪৯২ ম্যাচ খেলে তিনি করেছেন ৩১১ গোল। বর্তমানে সিরি আ’য় জুভেন্টাসের জার্সিতে মাত্র ৬১ ম্যাচ খেলেই ৫১ বার লক্ষ্যভেদ করেছেন রন।

কিন্তু ক্যারিয়ারের শুরু থেকেই স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় খেলে যাচ্ছেন মেসি। ক্যারিয়ারের এই পর্যায়ে এসেও তার ক্লাব না ছাড়ার সম্ভাবনাই বেশি। ফলে তিন দেশের তিন লিগ দূরের কথা, এই আর্জেন্টাইন তারকার অন্য আরো একটি দেশের আরেক লিগে যাওয়ার সম্ভাবনাও নেই বললেই চলে।

ফলে ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনার হয়ে ৪৮৫ ম্যাচে ৪৪৪টি গোল করলেও মেসি কখনোই রোনালদোর তিন দেশের তিন লিগে পঞ্চাশোর্ধ গোলের রেকর্ডটি ভাঙতে পারবেন না এটা বলাই যায়।