দিনাজপুর সদরের ঘাগড়া খাল পাড়ে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মাহমুদুল আলম।

দুপুরে জেলা প্রশাসকের সহযোগীতায় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দিনাজপুর এর অর্থায়নে ঘাগড়া খালের দু’পাশে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহনকৃত জমি, খাল ও নদী তীর ফাকা জায়গায় বিভিন্ন প্রকার বনজ, ফলজ ও ভেষজ ৮ হাজার গাছের চারা লাগানো হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত হয়েছে। সকাল ১১টায় নেত্রকোনা সাধারণ গ্রন্থাগারের আয়োজনে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।