মুজিব শতবর্ষ উপলক্ষে তিনমাস ব্যাপী বাংলাদেশ ছাত্রলীগ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইমরান খান বৃক্ষ রোপন করেন।

এ সময় ইমরান বাংলাদেশের সময়.কমকে বলেন, ‘গাছ লাগান পরিবেশ বাঁচান । তিতুমীর কলেজে’র প্রায় ৫৫হাজার শিক্ষার্থীর প্রতি বিনীত আহ্বান করছি দেশকে প্রাকৃতিক দুর্যোগ হতে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আসুন আমরা সকলে নিজ নিজ জায়গা হতে কমপক্ষে ০২টি করে বৃক্ষরোপন করি এবং নিয়মিত এই ধারা অব্যাহত রাখি। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছে সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগ কর্মী তারেক বিন আহসান ও মাসুদ রানা কর্মসূচীতে অংশ নেয়।’

উল্লেক্ষ্য,গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় ও বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশে তিতুমীর কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। তারপর থেকে এ কর্মসূচি অব্যাহত রয়েছে।