খেলা চলাকালে প্রাণ হারানোর ঘটনা নতুন কিছু নয়। ক্রিকেট হোক কিংবা ফুটবল, মাঠে প্রাণ হারানো ঘটনা ঘটেছে এর আগেও। এবার নতুন করে একইরকম ঘটনা ঘটেছে ভারতে। দেশটির স্থানীয় একটি ম্যাচ চলাকালে বল করার সময় প্রাণ হারান আহমার খান নামের এক বাঁহাতি পেসার।
ভারতীয় গণমাধ্যমের খবর, দেশটির উত্তরপ্রদেশের মোরাদাবাদের বিলারি ব্লকে ইউপি ভেটেরান্স ক্রিকেট ম্যাচটি আয়োজন করেছিল। সেই ম্যাচে অংশ নেয় মোরাদাবাদ ও সম্বল। ম্যাচটি জিততে শেষ ওভারে সম্বলের দরকার ছিল ৪ বলে ১৪ রান। তবে আহমার খান শেষ চার বলে ১১ রান দিলে জয় পায় তার দল। তবে শেষ বল করেই ঘটে বিপর্যয়।
নেট দুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আহমারের শেষ বলটা লেগ সাইডে খেলেন ব্যাটার এবং সেটা চার হয়। বলটা ছেড়েই ক্রিজে বসে পড়েন আহমার। একপর্যায়ে তিনি শুয়ে পড়েন ক্রিজে। দলের বাকি ক্রিকেটাররা ম্যাচ জয়ের আনন্দ শুরু করলেও বাঁহাতি পেসারের দিকে নজর যেতেই তার দিকে ছুটে আসেন সবাই। উপস্থিত লোকজন মাঠেই তাকে সিপিআর দিতে থাকেন। দ্রুত সময়ের মধ্যে আহমারকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আহমার খান মোরাদাবাদের একতা বিহার এলাকার বাসিন্দা ছিলেন। তার পরিবারে রয়েছেন স্ত্রী, দুই সন্তান ও বোন। মৃত্যুর খবরে স্থানীয় ক্রীড়াক্ষেত্রে ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।