বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া আই লিগে অংশ নিতে ভারত যাওয়ার আগে সবার কাছে দোয়া চেয়েছেন।

৩০ বছর বয়সী এই মিডফিল্ডার কাতারে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন । ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাই পর্ব খেলে দল পুরো দল চলে আসে। তবে দোহায় ১৪ দিনের আইসোলেশনে থাকতে হয় জামালকে। এর পর সেরে উঠে মঙ্গলবার ঢাকায় ফিরেছেন। বৃহস্পতিবার দুপুরে উড়ান দেবেন কলকাতার উদ্দেশ্যে।

আই লিগের এবারের আসরের কলকাতা মোহামেডানের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে লাল-সবুজের এই প্রতিনিধিকে।
নতুন বছরের ৯ জানুয়ারি শুরু হবে আই লিগ। চলবে মার্চ পর্যন্ত।

চলতি বছরের নভেম্বরে কলকাতায় গিয়ে ঐতিহ্যবাহী দলটির সঙ্গে চুক্তি করেও আসের জামাল।

ঢাকা ছাড়ার আগে এক ভিডিও বার্তায় দেশের ফুটবলের সবচেয়ে বড় এই তারকা বলেন, ‘আজ ভারত যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে আমি মোহামেডানের সঙ্গে যোগ দিচ্ছি।’