সম্প্রতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। এ ছাড়া জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। এবার মেয়েদের ক্রিকেটে আরেক দেশি কোচ সারোয়ার ইমরান যুক্ত হয়েছেন।

তিনি একসময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলেরও প্রধান কোচ ছিলেন। পরবর্তীতে কাজ করেছেন বিসিবির বিভিন্ন পর্যায়ের কোচিং প্যানেলে। সবশেষ এবার যুক্ত হয়েছেন অনূর্ধ্ব ১৯ নারী দলের সঙ্গে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।

বুধবার (২০ নভেম্বর) মিরপুরে নারীদের আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে স্পন্সর ঘোষণা করা হয়। সেখানে ফাহিম বলেন, আপনারা লক্ষ্য করেছেন কি না জানি না সাম্প্রতিক সময়ে কিন্তু জয়েন করেছেন ওয়ান অফ দ্য লিডিং কোচ সরোয়ার ইমরান। বিসিবিতে তিনি জয়েন করেছেন। সে অনূর্ধ্ব ১৯ মেয়েদের দায়িত্বে আছে এই মুহূর্তে। তাতে করে আপনারা বুঝতে পারবেন আমরা কতটা গুরুত্ব দিচ্ছি।

তিনি বলেন, অদূর ভবিষ্যতে একটা প্লান নিয়েই আমরা মেয়েদের ব্যাপারে এগিয়ে যাব। তাদের মধ্যে যথেষ্ট সম্ভাবনা আছে সেটাকে নিয়ে আমরা কাজ করতে চাই। সামনের দুই বছরের মধ্যে নারী ক্রিকেটে আমরা অনেক কিছুই দেখতে পাব, যা আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিয়ে যাবে।