বিশ্বকাপ থেকে খালি হাতে বিদায় নিতে হলো ব্রাজিলকে। গ্রুপ পর্বের একটি ম্যাচেও জিততে পারেনি সেলেসাওরা। তাতে প্রথম রাউন্ডের গণ্ডিই পেরোতে পারেনি তারা। ওদিকে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ঠিকই গ্রুপ পর্ব পেরিয়ে গেছে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে চলে গেছে দলটা।

চিলিতে অনুষ্ঠেয় ফিফা অ-২০ বিশ্বকাপের সি গ্রুপে ছিল ব্রাজিল। তাদের সঙ্গী ছিল স্পেন, মরক্কো ও মেক্সিকো। তবে সবাইকে চমকে দিয়ে এই গ্রুপ থেকে পরের রাউন্ডে চলে গেছে মরক্কো ও মেক্সিকো। তৃতীয় হয়েও স্পেন চলে গেছে শেষ ষোলতে।

ব্রাজিল এবারের বিশ্বকাপটা শুরু করেছিল মেক্সিকোর সঙ্গে ২-২ গোলে ড্র করে। তবে তাদের বিশ্বকাপ স্বপ্নে বড় একটা ধাক্কা লাগে মরক্কোর কাছে ২-১ গোলে হেরে গিয়ে। এরপরও অবশ্য তাদের সম্ভাবনা ছিল পরের রাউন্ডে খেলার। দ্বিতীয়, কিংবা সেরা তৃতীয় দল হয়ে শেষ ষোলয় খেলার সুযোগ ছিল তাদের সামনে।

কিন্তু শনিবার রাতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে গিয়ে সে সুযোগটাও খুইয়ে বসে সেলেসাওরা। ৪৭ মিনিটের মাথায় গোল করে ব্রাজিলের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন ব্রাভো। সে গোলের জবাব দিতে পারেনি ব্রাজিল। ফলে হার নিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় তাদের।

এদিকে আর্জেন্টিনা ছিল ডি গ্রুপে। তিন ম্যাচের সবকটিতে জিতে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চলে গেছে শেষ ষোলয়। সারকোর জোড়া গোল আর সুবিয়াব্রের লক্ষ্যভেদে ভর করে তারা কিউবাকে হারায় প্রথমে। এরপর সারকো, পেরেজ, সুবিয়াব্রে আর আন্দিনোর গোলে অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে হারায় তারা। গতকাল গোরোসিতোর আত্মঘাতী গোলে ইতালিকে হারানোয় নিশ্চিত হয়ে যায় তাদের গ্রুপ শ্রেষ্ঠত্ব। আগামী ৮ অক্টোবর শেষ ষোলর লড়াইয়ে নামবে আলবিসেলেস্তেরা।