বয়সটা এখন ষাট ছুঁই ছুঁই। তবে অনুরাগীদের কাছে পর্দায় এখনও তরুণ বলিউডের ভাইজান খ্যাত তারকা সালমান খান। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার বার্ধক্যের ছাপ পড়ে যাওয়া চেহারা প্রকাশ পায়। যা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা। এ নিয়ে নিন্দুকরা সালমানকে সোজা ‘বুড়ো’ বলে কটাক্ষ করেছেন। এবার ‘সিকান্দার’ সিনেমার ট্রেলার লঞ্চে এসে সেই জবাব দিলেন সালমান খান।

তিনি বলেন, ‘আরে মাঝেমধ্যে অনিয়ম হয়ে যায়। ৬-৭ রাত ঘুমাতে পারি না। আর সেই চেহারা দেখেই নেটিজেনরা পেছনে পড়ে যায়। এ জন্য ওদের কাছে প্রমাণ করে দিতে হয় যে, আমি এখনও বুড়ো হয়ে যাইনি।’

সম্প্রতি সালমান খানের কিছু ছবি প্রকাশ্যে আসে। যেখানে তাকে নতুন লুকে বেরিয়ে এসে গাড়িতে উঠতে দেখা যাচ্ছে; সেখানেই সালমানের চেহারায় ফুটে ওঠে বার্ধক্যের ছাপ। ছবিগুলো ভাইরাল হয়ে যায় ঝড়ের গতিতে। এরপর থেকেই বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা।

তবে ট্রেলার লঞ্চের দিন আবারও দেখা মিলল সালমান খানের। এদিন তিন মিনিট সাইত্রিশ সেকেন্ডের পুরো ঝলকে ব্যাপক খেল দেখিয়েছেন তিনি। সঙ্গে ছিল নিজস্ব ভঙ্গিতে দুরন্ত সংলাপ।

নাচে, গানে, অ্যাকশনে, ড্রামায় ভরপুর ট্রেলার থেকে চোখ ফেরানোই যেন দায়। বহুদিন পর সুপারস্টার সালমান খানকে দেখা গেল চিরচেনা রূপেই।