ভেনেজুয়েলায় চলছে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টটির ৩১তম আসরে নিজেদের প্রথম ম্যাচেই পাঁচবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা চমক দেখিয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৬-০ গোলে উড়িয়ে দেয় তারা।
তবে দ্বিতীয় ম্যাচে ধাক্কা খেতে হয়। ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে বড় জয়ের পর আর্জেন্টাইন সমর্থকরা ভেবে ছিল দ্বিতীয় ম্যাচেও জয়ের দেখা পাবে তারা। কিন্তু জয় দূরে থাক, উল্টো কলম্বিয়ার বিপক্ষে হারের শঙ্কায় পড়তে হয় আর্জেন্টাইনদের। যদিও টুর্নামেন্টের অন্যতম ফেবারিটরা শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে।
নিজেদের তৃতীয় ম্যাচে আলবিসেলেস্তে জুনিয়ররা আবারও ঘুরে দাঁড়ায়। ‘বি’ গ্রুপে তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় বলিভিয়ার। ম্যাচটিতে ১-০ গোলে জিতে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দিনগত রাত ৩টায় মাঠে নামে মেসি-দিবালাদের উত্তরসূরীরা।
ভেনেজুয়েলার ভ্যালেন্সিয়া শহরের মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে আলবিসেলেস্তে জুনিয়ররা। কিন্তু জয়সূচক একমাত্র গোলটি আসে নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র ৪ মিনিট আগে। ৮৬ মিনিটে দলের হয়ে একমাত্র গোলটি করেন রদ্রিগেজ।
এই জয়ে আর্জেন্টিনা ‘বি’ গ্রুপে শীর্ষেই আছে। ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট হয়েছে ৭। গ্রুপ পর্বে আর্জেন্টিনার শেষ ম্যাচ আগামী ১ ফেব্রুয়ারি।