নেত্রকোণা প্রতিনিধি: বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে নিজ জেলা নেত্রকোনার বিভিন্ন হাট-বাজার ঘুরে গানে গানে অর্থ সংগ্রহ করছেন বরেণ্য লোকশিল্পী কুদ্দুস বয়াতী।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুর থেকে তিনি তার শিষ্যদের নিয়ে জেলার মদন উপজেলা পরিষদ চত্বর থেকে বানভাসিদের জন্য গানে গানে অর্থ সংগ্রহের এ কাজ শুরু করেন। পরে ওইদিন সন্ধ্যা পর্যন্ত তিনি মদন ও কেন্দুয়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে অর্থ সংগ্রহ করেন।

কুদ্দুস ছাড়াও এ অর্থ সংগ্রহ কাজে গান পরিবেশন করেন, লোকশিল্পী আবুল বাসার তালুকদার, বাউল শিল্পী মুকুল সরকার, কুদ্দুস বয়াতীর শিষ্য ফকির মুখলেছ, ফেরদৌস বয়াতী, অলি বয়াতী, সবুজ বয়াতী, জসিম বয়াতী, আশিক বয়াতী প্রমুখ।

আরও কয়েকদিন তাদের গানে গানে অর্থ সংগ্রহের এ কাজ অব্যাহত থাকবে বলেও জানান কুদ্দুস বয়াতী।

এদিকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে লোকশিল্পীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় লোকজনও।

এ বিষয়ে কুদ্দুস বয়াতী বলেন, আমার দেশের ছাত্রজনতা এদেশকে নতুন করে স্বাধীন করেছে। আজকের ছাত্ররাই বৈষম্য ও দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে বলে বিশ্বাস করি।

তিনি আরও বলেন, দেশে যে বন্যা মহামারি চলছে। এতে লাখ লাখ মানুষ পানিবন্দি। বাড়ি ছাড়া। বন্যার পানিতে তাদের সবকিছু ভেসে গেছে। আমি এই দেশেরই একজন মানুষ। আমিও মাঠে সক্রিয় আছি। বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে তাই আমি আমার নিজ এলাকা ঘুরে গানে গানে অর্থ সংগ্রহ করছি। সে অর্থ নিয়ে আমিও বানভাসিদের পাশে দাঁড়াতে চাই।

যোগাযোগ করুন মো. জিয়াউর রহমান, ০১৭৩৫৮৮০৮৮০, ৩০-০৮-২০২৪