অভিনেতা আব্দুল কাদের খ্যাতিমান কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় নায়ক ‘কোথাও কেউ নেই’-তে বদি চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান। নাটকটিতে বাকের ভাই বদিকে ছায়ার মতো আশ্রয় হয়ে দিয়ে গেছেন বারবার। আর সেই বাকের ভাই চরিত্রে অভিনয় করেছিলেন আসাদুজ্জামান নূর।

বর্তমানে কঠিন সময় পার করছেন আব্দুল কাদের। তিনি ক্যানসার আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে লড়াই করছেন। কাদেরের খোঁজ নিতে তাকে ফোন করেন আসাদুজ্জামান নূর। ফোন দিয়ে তাকে সাহস দিলেন।

গেলো কয়েকদিন ধরে খেতে পারছিলেন না কাদের। এমনকি কারো সঙ্গে কথাও বলছেন না। তবে প্রিয় বাকের ভাইয়ের ফোন পেয়ে কিছুটা সাহস পেয়েছেন, চাঙা অনুভব করছেন তিনি। চেন্নাইয়ে থাকা আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম এমনটাই জানিয়েছেন।