‘আমরা আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আমরা ভালো আছি, নিরাপদে আছি। আপাতত এটুকুই বললাম। পরে প্রত্যেকটা সত্য তুলে ধরবো।’
সোমবার রাতে কক্সবাজারের একটি হোটেলে সাংবাদিকদের এসব কথা বলেন নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের সঙ্গী শিপ্রা দেবনাথ ও সাহেদুল ইসলাম সিফাত।
তারা বলেন, আমাদের কিছুদিন সময় দেন। আমরা সব বলবো। আমাদের নম্বর বিহীন সাদা গাড়ি নিয়ে গেছে এ কথা সঠিক নয়, এটা আমাদের পারিবারিক গাড়ি। ‘আমরা কারাগারেও ভালো ছিলাম। এখনো ভালো আছি’, যোগ করেন সিফাত।
শিপ্রা দেবনাথ বলেন, প্লিজ, প্রে ফর আস। সিফাত এবং আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আপনারা আমাদের পাশে ছিলেন, পাশে থাকবেন। আপাতত এতটুকুই বলার আছে। আমরা প্রত্যেকটা সত্যি বলব। একটু সময় দেন। প্রচুর গুজব শোনা যাচ্ছে। আমরা বিভ্রান্তিমূলক নিউজ চাই না।