নতুন করে বিতর্কে জড়িয়েছেন কৌতুকাভিনেতা রাজপাল যাদব। বিতর্কটি এক সাংবাদিককে ঘিরে তৈরি হয়েছে । ওই সাংবাদিককে হেনস্তা করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

দীপাবলির কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে রাজপাল যাদব অনুরোধ জানিয়েছিলেন যেন বাজি না পোড়ানো হয়। কেননা বাজির কারণে শব্দদূষণের পাশাপাশি বায়ুদূষণ হয়। কৌতুকাভিনেতার এই পোস্ট দেখার পরেই তার বিরুদ্ধে ট্রলিং শুরু হয়।

রাজপালের করা নানা আমিষ‌ পদের একটি পুরোনো বিজ্ঞাপনের উদাহরণ টেনে কটাক্ষ করে নেটিজেনরা। পরে পোস্টটি ডিলিট করে ক্ষমা চান রাজপাল। এরপর সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আনন্দে মেতে উঠতে বলেন তিনি।

সম্প্রীতি এক সাংবাদিক রাজপালকে এই প্রসঙ্গে প্রশ্ন করতেই আচমকা ক্ষেপে ওঠেন তিনি। এরপর সাংবাদিকের হাত থেকে তার ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এদিকে গোটা ঘটনাটি ততক্ষণে ফোনে রেকর্ড করে ফেলেছেন ওই সাংবাদিক।

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিওটি পোস্ট করেন। কৌতুক অভিনেতাদের বিরুদ্ধে নিম্নমুখর হয়েছে নেটপাড়ার একটি বড় অংশ। যদিও এই প্রসঙ্গে এখনো পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি রাজপাল যাদবকে।