দি সাকিব আল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে সিরাজগঞ্জে নদী ভাঙন ও বানভাসী অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
বৃহস্পতিবার সকালে দি সাকিব আল হাসান ফাউন্ডেশন এর অর্থায়নে ও র্যাব- ১২ এর সার্ক সহযোগীতায় সদর উপজেলার সিমলা ও পাঁচঠাকুরি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও ভাঙ্গনে নিঃস্ব দুই শতাধিক পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়। এসময় বানভাসী মানুষের বাড়ীতে বাড়ীতে গিয়ে এই খাদ্য সহায়তা পৌছে দেন র্যাব- -১২ অধিনায়ক লে.কর্ণেল খাইরুল ইসলাম পিএসসি।
এসময় উপস্থিত ছিলেন র্যাব-১২ সিরাজগঞ্জ স্পেশাল ক্যাম্প কমান্ডার মহিউদ্দিন মিরাজ, ছোনগাছা ইউপি চেয়ারম্যান সহিদুল আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন সহ অন্যান্যরা। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, চিরা, তেল, চিনি, লবন,গুড়, মুড়ি, আটা ও স্যালাইন সহ বিভিন্ন শুক্ন খাবার।
র্যাব-১২ এর অধিনায়ক লে. কর্ণেল খাইরুল ইসলাম জানান, ‘ইতিমধ্যে আমরা ইপিলিয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় এক হাজার বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছি এবং বিভিন্ন মাধ্যম থেকে বন্যার্তদের সহায়তা করার জন্য আমাদের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় সাকিব আল হাসান ফাউন্ডেশন থেকে আমাদের সাথে যোগাযোগ করা হলে আমরা তাদের খাদ্য সহায়তা গুলো বন্যার্ত অসহায় মানুষদের মাঝে পৌছাতে সকল প্রকার সহযোগিতা আমরা প্রদান করেছি।