চব্বিশের জুলাই আন্দোলনে ছাত্রলীগের হামলায় আহত হওয়ার পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সানজিদা আহমেদ তন্বী। তার সম্মানে ছাত্রদল নিজেদের প্যানেলে ওই পদে আর কাউকে প্রার্থী হিসেবে কাউকে রাখেনি।
তবে তন্বীর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খান জসিম চোখ হারিয়েছে তার সম্মানেও প্রার্থীতা উঠিয়ে নেয়া হয়নি কেন? এটা কি সমতা? নাকি চোখ হারানো জসিম শিবিরের প্যানেল থেকে নির্বাচন করাই মূল কারণ।
২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে আলোচিত মুখ লুৎফুর নাহার লুমা বলেন, ছাত্রদলের প্রতি অনুরোধ রইলো তন্বীর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছেলে জসিম চোখ হারিয়েছে তার সম্মানেও প্রার্থীতা উঠিয়ে নেওয়ার। সমতা আসুক। সে শিবিরের প্যানেল থেকে নির্বাচন করছে বলে ওখানে প্রার্থী দিয়েছেন এমন কথা না উঠুক।জুলাইয়ের যোদ্ধারা সবাই সমান।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। প্যানেলে ব্যতিক্রম হিসেবে জুলাই আন্দোলনে এক চোখ হারানো খান জসিমকে আন্তর্জাতিক সম্পাদক পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।
এ ছাড়া বিজয় একাত্তর হলের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী রাইসুল ইসলামকে সদস্য পদে মনোনয়ন দেয় শিবির।