মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলার প্রধান তিন আসামি সদ্য বরখাস্ত হওয়া টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ,এসআই লিয়াকতসহ তিনি জনকে কক্সবাজার জেলা কারাফটকে জিজ্ঞাসাবাদ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় কক্সবাজার জেলা কারাগারে যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীর কমিশনার মিজানুর রহমানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল।
চার সদস্যের এ তদন্ত কমিটিতে আরো আছেন কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহজাহান আলী, রামু সেনানিবাসের জিওসি প্রতিনিধি এবং পুলিশের চট্টগ্রাম রেঞ্জের একজন প্রতিনিধি। এর আগে রোববার (১৬ আগস্ট) টেকনাফের শামলাপুর সিআইসি অফিসে সিনহা হত্যার ঘটনা তদন্তে গণশুনানি করে তদন্ত কমিটি। নয়জন প্রত্যক্ষদর্শী গণশুনানিতে স্বাক্ষ্য দেন।
মোহাম্মদ মিজানুর রহমান আরো বলেন, এই ঘটনায় এ পর্যন্ত ৬০ জনের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। রোববার (গতকাল) ১১ জনের জবানবন্দি রেকর্ড করা হয়।
প্রসঙ্গত, গত ৩ জুলাই ভ্রমণবিষয়ক তথ্যচিত্র ধারণের কাজে কক্সবাজার যান অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপর ৩১ জুলাই রাতে টেকনাফের পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন তিনি।
এ ঘটনায় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
গতকাল রোববার টেকনাফের বাহারছড়া ইউপির শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জের কার্যালয়ে গণশুনানি শেষে তিনি বলেন, আগামী ২৩ আগস্টের মধ্যে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।