কলমাকান্দা প্রতিনিধি (নেত্রকোনা): নেত্রকোনা জেলার কলমাকান্দা থানায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুইজন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থকমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় বুধবার (২২জুলাই) সকালে মো. আবুল খায়ের বাদি হয়ে এগারো জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৮/১০জনকে আসামী করে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় প্রকাশ, উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের কলেজ রোড এলাকার মো. আবুল খায়েরের সাথে বারহাট্রা উপজেলার উজানগাও গ্রামের সানজিদা আক্তার বিউটি’র দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত মঙ্গলবার সকালে কলমাকান্দা সদর ইউনিয়নের কলেজ রোড এলাকায় মন্তাজ উদ্দিন ও আবু তাহেরকে মারপিট করেছে এলাকার একদল সন্ত্রাসী।

এব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম জানান, আবুল খায়ের বাদি হয়ে এগারো জনের নাম উল্লেখ করে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।